প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২২, ১২:০৫ এ.এম
কেশবপুরে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা খায়রুননেছার

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর :
যশোরের কেশবপুরে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা খায়রুননেছার।বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ভোগতি বড়ো মসজিদের পাশে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের মৃত আমির আলীর স্ত্রী খায়রুননেছা (৬৫) সোমবার সকালে কেশবপুর পৌরসভার ভোগতি-নরেন্দ্রপুর গ্রামে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ভোগতি বড়ো মসজিদ নামক স্থানে দুইটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে খায়রুননেছা ভ্যান গাড়ির উপর হতে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন ও স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনসহ তার স্বজনরা হাসপাতালে আসেন।
এব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার এএস আই আবু সাহিন জানান, উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বৃদ্ধার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.