প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৩, ৪:৩৫ পি.এম
কেশবপুরে মাটি ও বালি কেটে বিক্রি করায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে রাস্তার পাশ থেকে মাটি ও বালি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, কেশবপুর ভায়া ভালুকঘর সড়কের পাশ থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে স্কোভেটর মেশিন দিয়ে মাটি ও বালি কেটে বিক্রি করে আসছিল। এখবর জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,আরিফুজ্জামান বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শ্রীরামপুর গ্রামের মৃত অমল দাসের ছেলে নেপাল কুমার দাস (৬০) কে আটক করেন। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, আরিফুজ্জামান নেপাল কুমারকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন। নেপাল দাস জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.