জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর)থেকে। যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের ৩০০ বিঘার মৎস্য ঘেরে বিষপ্রয়োগ করেছে দুর্বৃত্তরা।২০ লাখ টাকার মাছের ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের পুকুরিয়ার বিলে ৩০০ বিঘা জমি হারি নিয়ে তিন বছর আগে থেকে মৎস্য চাষ করে আসছেন। শনিবার গভীর রাতে ওই মৎস্য ঘেরে বিষপ্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে মৎস্য ঘেরের বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০ লাখ টাকার মাছ মরে গেছে। চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি কেশবপুর থানা পুলিশকে অবহিত করেছেন। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে তিনি জানান
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.