Type to search

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ১৪ জনকে জরিমানা  

যশোর

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ১৪ জনকে জরিমানা  

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে:
যশোর কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা গত ২ দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জনকে জরিমানা করেছেন।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে অতিরিক্ত লোড দিয়ে ট্রলি চালানোর অভিযোগে মণিরামপুরের আগরহাটি গ্রামের আব্দুস সোবহান মোড়লের পূত্র টুটুলকে ৫ শত টাকা ও সাতক্ষীরার তজুলপুরের কায়রুল ইসলামের পূত্র সাইদুলকে ২ শত টাকা, নির্ধারিত সময়ের পরেও দোকার খেলা রাখায় চিংড়া গ্রামের শেখ মোসলেমের পূত্র আলামীনকে ৫ শত টাকা, শেখপুরা গ্রামের তোবারক আলীর পূত্র আব্দুল ওহাবকে ৫ শত টাকা ও বিষ্ণপুর গ্রামের মাহাতাবের পূত্র তজিম উদ্দীনকে ১ শত টাকা এবং অপরিচ্ছন ভাবে মুরগী বিক্রি করায় বিষ্ণপুর গ্রামের আব্দুল গফুরের পূত্র মিজানকে ৩ শত টাকা জরিমানা করেন।
অপরদিকে গত ২৩ জুন ভ্রাম্যমান আদালত বসিয়ে হেলমেট না পরে মোটর সাইকেল চালানোর অপরাধে ভাল্যুকঘর গ্রমের মৃত জসিম উদ্দীনের পূত্র আক্তারকে ৫ শত টাকা, মণিরামপুরের নেহালপুরের আশরাফ আলীর পূত্র মইনুলকে ২ শত টাকা ও ভালুকঘর গ্রামের ইকবালকে ৫ শত টাকা, নির্ধারিত সময়ের পরেও দোকার খেলা রাখায় বাঁশবাড়িয়া গ্রামের খুদিরাম দাসের পূত্র শ্যাম দাসকে ৩ শত টাকা, রঘুরামপুর গ্রামের হাকিম আলীর পূত্র আরশাদকে ১ শত টাকা, বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হকের পূত্র মেহেদিকে ২ শত টাকা, বাঁশবাড়িয়া বাজারের নূর ইসলামের পূত্র আমরানকে ৫ শত টাকা, মির্জাপুর গ্রামের তবিবর রহমানের পূত্র রায়হানকে ২ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *