প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ১:০৯ পি.এম
কেশবপুরে ভ্যান গাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে : যশোরের কেশবপুরে ভ্যান গাড়ি উল্টে পুকুরে পড়ে মাহফুজা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে। মাহফুজা খাতুন ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। সে হিজলডাঙ্গা গ্রামের নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার বিকেলে মাহফুজা খাতুন খেলা করার সময় বাড়ির পাশে পুকুরের ধারে রাখা একটি ইঞ্জিন চালিত ভ্যানের উপরে উঠলে ভ্যানটি হঠাৎ উল্টে পাশ্ববর্তী পুকুরে পড়ে গেলে সে মারাত্মক আহত হয়। এ স্বজনরা আহতবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.