প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২১, ১০:৪২ এ.এম
কেশবপুরে ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৯ জন ভুমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর ও ফলজ বৃক্ষরোপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইরুফা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ রিজিবুল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ। অনুষ্ঠান শেষে ভূমিহীন পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ঘরের মালিকানা বুঝিয়ে দেন ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.