প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২১, ১১:০৬ এ.এম
কেশবপুরে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে: যশোরের কেশবপুরের ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে।
জানা গেছে, কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের পীর বাক্স জোয়ারর্দারের পুত্র রাশেদুল ইসলাম জোয়ার্দার (৩৭) রোববার সকালে বাড়ির কাছে বাগানে ছাগলের জন্য পাতা ভাঙ্গতে গিয়ে একাধিক ভিমরুল এর কামড়ে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হলেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে মুমূর্ষু অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কেশবপুর হাসপাতাল কর্তৃপক্ষ ওই রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আহসানুল মিজান রুমী বলেন, হাসপাতালে দেরী করে আনায় ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.