জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
ভারতের হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাস বুধবার দুপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করেন। তিনি কবি মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত কবির পিতা রাজ নারায়ন দত্তের বাসস্থান ঘুরে ঘুরে দেখেন। তিনি মধুসূদন মিউজিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী বছর ২৫ জানুয়ারি মধুসূদনের জন্ম বার্ষিকী উপলক্ষে কবির বংশধর যারা ভারতে রয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে নিমন্ত্রণ পেলে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। কাশ্মমীরে শান্তি বজায় রয়েছে কিনা এ প্রশ্নের তিনি কোন জবাব দেননি। হাই কমিশনারের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। এ সময় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান, সহকারী পুলিশ সুপার আবু নাসেরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.