কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় হামজা নামের ইট ভাটা বন্ধ। ৫০ হাজার টাকা জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর : যশোরের কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় মেসার্স হামজা ব্রিকস নামে একটি ইটভাটা বন্ধ করে দেওয়াসহ ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটাটি বন্ধসহ ঐ জরিমানা করেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি এলাকায় অবৈধভাবে মেসার্স হামজা ব্রিকস ইট প্রস্তুত ও সরবরাহের কার্যক্রম চালিয়ে আসছিল। বুধবার দুপুরে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করলে ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ভাটা মালিক অনুপস্থিত থাকায় তার ম্যানেজার তপন চক্রবর্তীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৫০ হাজার টাকা জরিমানা করাসহ ভাটাটি বন্ধের নির্দেশ দেন।