কেশবপুরে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলা বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নব গঠিত তৃ-বার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে শপথ পাঠ করান সমিতির বিদায়ী কমিটির সহ সভাপতি আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব আলী। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। শপথ গ্রহণ করেন উপজেলা বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির নব গঠিত কমিটির সভাপতি কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহ সভাপতি চুয়াডাঙ্গা -কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান সরদার, সহ সভাপতি এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর দাস, সাধারণ সম্পাদক ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, সহ সাধারণ সম্পাদক শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সহ সাধারণ সম্পাদক আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।