জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে বিষ মিশ্রিত চাল খেয়ে ১৪ কৃষকের ৫৭টি হাঁস মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে।
জানা গেছে, কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের পশ্চিম পাড়ার অধিকাংশ কৃষক পরিবারের বাড়ি নদীর পাড়ে হওয়ায় হাঁস লালন পালন করে বাড়তি অর্থ আয় করেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তারা হাঁস ছেড়ে দেন। হাঁস নদী পার হয়ে পাশের সাবদিয়া এলাকার নদীর তীরে আবাদ করা সবজি খেতে দেওয়া বিষ মেশানো চাল খেয়ে হাঁস মরে নদীর পানিতে ভাসতে থাকে। রুমিচা খাতুন নামে এক গৃহবধূ দুপুরে নদী পাড়ে গিয়ে হাঁস মরে পানিতে ভাসতে দেখে এলাকার মানুষদের খবর দেন। গৃহবধূ রুমিচা খাতুন বলেন, তার ৬টি হাঁস মারা গেছে। নদী থেকে তুলে মরা হাঁসের খাদ্য থলি কেটে বিষ মিশ্রিত চাউল পাওয়া গেছে।
মজিদপুর গ্রামের আশরাফুজ্জামান জানান, সাবদিয়া গ্রামের কতিপয় ব্যক্তি নদীর চরে সবজি চাষ করেছে। হাঁসের দল মাঝে মধ্যে ওইসব খেতে যেয়ে সবজি নষ্ট করতে পারে। পূর্ব সতর্ক ছাড়াই জনৈক দুষ্কৃত ব্যক্তি পরিকল্পিতভাবে চাউলের সঙ্গে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে দিয়ে রেখেছে। ঔ বিষ মিশ্রিত খাবার খেয়ে ১৪ পরিবারের ৫৭টি হাঁস মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর ভেতর তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস মালিকরা থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।##
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.