কেশবপুরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব-২০২০ অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) :
যশোরের কেশবপুরে আবু স্বরাফ সাদেক অডিটোরিয়ামে বুধবার সকালে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ এনামুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী,অভিভাবক সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।