কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মৃত শেখ তবিবুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক শরিফুল শেখ শুক্রবার সকালে নিজের ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বাড়িতে ফেরার পথে একই গ্রামের জনৈক ঊষা শেখের জমিতে বৈদ্যুতিক সেচ মটরের তারে অসাবধানতাবশত বাম হাত জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পষ্টে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।