Type to search

কেশবপুরে বিদ্যালয়ের লক্ষাধিক টাকার মালামাল চুরি

কেশবপুর

কেশবপুরে বিদ্যালয়ের লক্ষাধিক টাকার মালামাল চুরি

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলার ভদ্রাপল্লী নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা বিদ্যালয়ের ভবনের ১৩টি তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা মূল্যের ১৬ টি ফ্যান ও ৫২টি স্টিলের ট্যাপ চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম মুজিবর রহমান কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ১৩২৯।
জানাগেছে, উপজেলার ভদ্রাপল্লী নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৭ আগস্ট গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরেরা বিদ্যালয়ের ৪ তলা ভবনের পকেট গেট ও ১৩ টি তালা ভেঙ্গে ২য় তলার ৩টি কক্ষের ১২টি সিলিং ফ্যান ও ৩য় তলার ১টি কক্ষের ৪টি সিলিং ফ্যান এবং ১ম, ২য়, ৩য় ও ৪র্থ তলার ওয়াস রুমের ৫২ টি স্টিলের ট্যাপ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম মুজিবর রহমান বাদী হয়ে রোববার কেশবপুর থানায় একটি জিডি করেছেন। ##