কেশবপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপুর খাদ্য সহায়তা বিতরণ

দেশব্যাপী করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা অপুর উদ্যোগে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার তিনি উপজেলার কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাঠি, গৌরীঘোনা ও সাতবাড়িয়া ইউনিয়নে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন, যা পর্যায়ক্রমে অব্যহত থাকবে। প্রথমাবস্থায় তিনি ৫শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করছেন।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষ অসহায়। আমি দলের নির্দেশনায় যশোর-৬ কেশবপুরের মানুষের পাশে দাড়ানোর আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কাজক্রম পর্যায়ক্রমে অব্যহত থাকবে।