প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২২, ৯:২৩ এ.এম
কেশবপুরে বাস উল্টে সুপারভাইজার নিহত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে:
যশোরের কেশবপুরে বাস উল্টে গিয়ে বাসটির সুপারভাইজার ইসলাম মোড়ল (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কেশবপুর উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি যশোর থেকে সাতক্ষীরা যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুরের আলতাপোল তেইশ মাইল নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ইসলাম মোড়ল (৫২) মারা যান।নিহত ইসলাম মোড়ল হলো সাতক্ষীরা জেলার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিকী (৭০) ও মিরা খাতুন (১৮) কে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, জানান, বাসের সুপার ভাইজার ইসলাম মোড়লকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি হয়েছে.
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.