প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২১, ৫:৫১ পি.এম
কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের কালিয়ারই গ্রামের হাবিবুর রহমানের ১৬ বছর বয়সী মেয়ে মালিয়া আক্তারের বিয়ের আয়োজন করা হয়। এ বাল্য বিয়ের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ওই বাড়িতে হাজির হন। এ সময় বিয়ের রান্নাসহ অন্যান্য কার্যক্রম চলছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা তাৎক্ষণিক বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে ওই মেয়ের পরিবারের নিকট থেকে লিখিত মুচলেকা নেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.