
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুর থানা পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে খলিলুর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে তাকে আটক করে। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ হয়েছে। সে উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। তাকে
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।