যশোরের কেশবপুরে দু'দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার মাছের ঘেরের পানিতে ভাসামন অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদারের লাশ পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সারুটিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদার (৬৯) মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।
নিখোঁজের বিষয় উল্লেখ করে তার ছেলে শাহিদুর রহমান বুধবার থানায় একটি সাধারণ ডায়েরী করে ছিল। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাড়ির পাশ্ববর্তী একটি মাছের ঘেরের পানিতে তার লাশ ভাসতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, ভাসমান অবস্থায় সাজ্জাদ আলীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.