কেশবপুরে নববর্ষের দিনে ভ্যান চালককে গলা কেটে হত্যা

জাহিদ আবেদীন বাবু
যশোরের কেশবপুরে নববর্ষের দিন রাতে দূর্বৃত্বরা ইদ্রিস আলী (১৬) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করে তার ভ্যান নিয়ে গেছে। কেশবপুর থানা পুলিশ শুক্রবার উপজেলার মঙ্গলকোট বাজারের পাশে নদীর চর থেকে ঐ ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে।
কেশবপুর থানায় অফিসার ইনর্চাজ মোঃ জসিম উদ্দিন জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজন বুড়িভদ্রা নদীর পাশে এক যুবকের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত যুবক উপজেলার শ্রিফলা গ্রামের সাহেব আলীর পুত্র ইদ্রীস(২৫)। নিহত ইদ্রিসের পিতা জানান, বৃহস্পতিবার বিকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। সকালে তার লাশ মঙ্গলকোটে পড়ে আছে বলে খবর পায়।
পুলিশ প্রাথমিক ভাবে সন্দেহ করছে মটর ভ্যান ছিনতাইকারীরা তাকে হত্যা করতে পারে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।