জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত গোলযোগে চলাকালে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে বৃদ্ধের স্বজনদের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মকসেদের ধাক্কায় বড় ভাই কওসার আলী (৬৫) পড়ে গিয়ে আহত হয়। আহত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডা. সোনিয়া পারভিন আহত ঐ ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করেন। ৩০ জুন মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য, যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত না করে, কিছু বোঝা যাচ্ছে না। ##
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.