
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইদ্রিস আলী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাস্টার রজব আলীর ছেলে। এ দুর্ঘটনায় মারাত্মক আহত মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।