প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ১০:৩২ পি.এম
কেশবপুরে দুঃস্থ-অসহায়দের মাঝে চিকিৎসা বাবদ ১৮ লাখ টাকা বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর :
যশোরের কেশবপুরে দুঃস্থ-অসহায়দের চিকিৎসা বাবদ ১৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে ২০২১-২২ অর্থ বছরে তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে ৯৪ জন দুঃস্থ ও অসহায়কে ৫ লাখ টাকা এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় জটিল রোগে আক্রান্ত ২৬ জনকে চিকিৎসা বাবদ ১৩ লাখ টাকা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামীলীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ।##
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.