কেশবপুরে তাল মাথায় পড়ে এক শিশুর মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে তাল গাছ থেকে পাকা তাল মাথায় পড়ায় ভরত রায় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাগডাঙ্গা গ্রামের উষা রায়ের পুত্র। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,
কেশবপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের উষা রায় তার পুত্র ভরতকে তার পাশে রেখে গরুর বিছালি কাট ছিল। হঠাৎ তালগাছ থেকে পাঁকা তাল ভরতের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মা উষা রায় ৫টি সন্তান নিয়ে অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালায়। ভরত রায় বাগডাঙ্গা গ্রামের হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র।সংশ্লিষ্ট পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। মৃত ঐ শিশুটিকে শ্মশানে মাটি দেয়া হয়েছে।