Type to search

কেশবপুরে ডেঙ্গুরোগে এক শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি ২০ জন

কেশবপুর

কেশবপুরে ডেঙ্গুরোগে এক শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি ২০ জন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ।এ রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১২ জন।এছাড়া ৮ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুধু আগষ্ট মাসেই ৭৬ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে কেশবপুর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পৌরসভার ভোগতীর বাসিন্দা অগ্রণী ব্যাংক খুলনা ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার আলাউদ্দিন খাঁন বাবুর ১৬ মাসের শিশু পুত্র আবিদ খাঁন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আবিদ খাঁন গত সোমবার ডেঙ্গুরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারপরে তাকে খুলনার একটি বেসরকারী মেডিকেলে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
  কেশবপুর সরকারি হাসপাতাল সূত্রে জানাগেছে, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে শুধু আগষ্ট মাসে কেশবপুর হাসপাতালে ৭৬ জন রূগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ৩১ আগষ্ট হাসপাতালে ভর্তি ২০ জন রূগীর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ চলতি বছর ৮ মাসে কেশবপুর হাসপাতালে ১০৭ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ভর্তি হলেও শুধু আগষ্ট মাসে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি হয়। এছাড়া ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় জনমনে আতংক বিরাজ করছে।