প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২১, ১০:১৭ এ.এম
কেশবপুরে ডিবি পুলিশ কর্তৃক ৫০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুরে ৫০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে ডিবি পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মঙ্গলকোট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই রাতেই কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, যশোর জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে উপস্থিত হলে দু’ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ মঙ্গলকোট বাজারের আয়ান মেডিকেল হলের সামনে থেকে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার ইসমাইল খাঁর ছেলে আলমগীর হোসেনকে (৩১) আটক করে। স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ডিবি পুলিশ আটককৃত আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাসীর এক পর্যায়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেন।
যশোর জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার বাদি হয়ে কেশবপুর থানায় মামলা করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.