প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২০, ৭:৫৭ পি.এম
কেশবপুরে ডাকাতি মামলায় আটক আলামিন এক দিনের রিমান্ডে

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের কেশবপুর পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকার মেশিনারি দোকানে ডাকাতির ঘটনায় আদালত আটক আলামিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন । সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ আদেশ দিয়েছেন। আলামিন বরগুনা জেলার আমতলী দক্ষিণপাড়া গ্রামের মনির গাজির ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৪ ফেব্রয়ারি রাতে একদল ডাকাত দুই নৈশপ্রহরীকে বেঁধে মেশিনারি দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায় । ডাকাতরা সাটারের তালা ভেঙ্গে নগদ টাকা, ব্যাটারি, বৈদ্যুতিক মোটর ও একটি লোহার সিন্দুকসহ ৬ লাখ ২২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক আসিফ রায়হান ডাকাতির অভিযোগে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কেশবপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান ডাকাতির সাথে জড়িত সন্দেহে আলামিনকে আটক করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.