কেশবপুরে ট্রাক চাপায় বিআরডিবির এক কর্মী নিহত। আহত -১

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর :
যশোরের কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে ট্রাক চাপায় আশরাফ উদ্দিন নামে এক বিআরডিবির কর্মী নিহত ও একজন আহত হয়েছে। চুকনগর হাইওয়ে থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, ভোর পৌনে ছয়টার দিকে যশোর দিক থেকে সাতক্ষিরা ১১-০৫৫০ নম্বরের একটি বালি বোঝাই ট্রাক এর সামনে মটরসাইকেল- ভ্যান সংঘর্ষে ভ্যান উল্টে গেলে ভ্যানের যাত্রী খুলনার ডুমুরিয়ার নওয়াব আলির পুত্র বিআরডিবির কর্মি আশরাফ উদ্দিন (৫০) ঘটনা স্থলে ট্রাকের চাকায় মাথা পৃষ্ট হয়ে নিহত হন। এ সময় ভ্যান চালক কেশবপুরের শ্রীরামপুরের আমির আলি(৫৫) গুরুত্বর আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ট্রাক আটক করেছে।