প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২২, ১০:০৯ পি.এম
কেশবপুরে জুয়া খেলার অভিযোগে ৫ জন আটক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে।
যশোরের কেশবপুরে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০জানুয়ারী গভীর রাতে কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের লিয়াকত মোড়লের ছেলে টিটো হোসেন এর বসত ঘরে বসে জুয়া খেলা। এমন সংবাদের ভিত্তিতে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওয়ালিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতেই জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চিংড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে কাজী রিপন (৩৫), বিষ্ণুপুর গ্রামের মৃত ইফাজ তুল্লাহ গাজীর ছেলে রশিদুল ইসলাম (৩৭), আঃ হামিদ শেখের ছেলে জাহিদুর রহমান মিন্টু (৩৫), মৃত নাছের সরদারের ছেলে জসিম উদ্দিন (২৮) ও লিয়াকত মোড়লের ছেলে টিটো হোসেন (২২)।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। শুক্রবার আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। ##
জাহিদ আবেদীন বাবু
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.