
জাহিদ আবেদীন বাবু কেশবপুর
যশোরের কেশবপুরে জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা কেশবপুর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩ জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ওই জাটকা ইলিশ জব্দ করেন । পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, মাছ বাজারে অভিযান চালিয়ে ৩ জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ওই জাটকা ইলিশ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা ও কেশবপুর শিশু সদন এতিমখানায় ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। আগামীতে জাটকা ইলিশ বিক্রি করবে না মর্মে ওই মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ##
জাহিদ আবেদীন বাবু