কেশবপুরে ছাত্রলীগ নেতা হত্যা কারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সোহানের বন্ধু ফোরামের উদ্যোগে শহরের কেশবপুর প্রেসক্লাব হতে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন সোহানের বন্ধু মোহাম্মদ নাসিম, তাজিম, খান রকি, বাদল দাস, বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সোহানের বাবা আব্দুল হালিম, চাচা আবুল কালাম আজাদ, নাজমুল হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ।
উল্লেখ, পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ডের সাইক্লোন সেল্টারে গত ৭ মে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা করে সরকারি সহায়তা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হলে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত ছাত্রলীগ নেতা সোহান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ মে বুধবার রাতে মারা যায়।
এ সংঘর্ষের ঘটনা উল্লেখ করে সোহানের চাচা পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে কেশবপুর থানায় ৭ জনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন, পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার মেহেদী হাসান (২৮), শেখ এবাদত সিদ্দিকী বিপুল (৪৬), সোহেল (২৮), রাজু হোসেন (২৩), আব্দুর রশিদ (৪৫), রহিম হোসেন রানা (২৪) ও আমির আলী (৪৫)। মামলায় আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।