প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২২, ১২:১৭ এ.এম
কেশবপুরে চোর সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে চোর সন্দেহে দুই সদস্যকে এলাকাবাসী আটক করে গনধুলায় দিয়ে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় কম্পিউটার, ল্যাবটব, মোবাইল, ট্রান্সফরমার চুরির অভিযোগ রয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে কেশবপুর পৌরসভার গোলাঘাটা মোড়ে আটককৃতরা বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির চেষ্টা করছিল। পথচারীরা তাদের গতিবিধি বুঝতে পেরে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আটককৃতরা হলো কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের খালেক গাজীর পুত্র আল আমিন (২০) ও আক্তারুজ্জামানের পুত্র রনি হোসেন (২১)। তাদের বিরুদ্ধে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরিসহ বিভিন্ন মানুষের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাবটব চুরির অভিযোগ রয়েছ।
কেশবপুর থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। #
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.