কেশবপুরে ঘন ঘন ট্রাফিক পুলিশের অভিযানে মোটর সাইকেল ব্যবহারকারীরা অতিষ্ট

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর:
যশোরের কেশবপুরে মোটর সাইকেলের বিরুদ্ধে ঘন ঘন ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল ব্যবহারকারীরা অতিষ্ট হয়ে উঠেছে। জানিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, যশোরের কেশবপুরে বেশ কিছুদিন ধরে একের পর এক ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। ছোটখাটো কারণেও বড় ধরনের জরিমানা করা হচ্ছে। ফলে মোটরসাইকেল ব্যবহারকারীরা অতিষ্ট হয়ে উঠেছে। ইতিপূর্বে কেশবপুরে কখনো ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হতো না।
এদিকে ট্রাফিক পুলিশ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫১ টি মোটরসাইকেল আটক করে মামলা দিয়েছে। অভিযান পরিচালনা করেন যশোর জেলা ট্রাফিক সার্জেন্ট সনৎ কুমার রায়। এভাবে প্রায় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় মোটরসাইকেল চালকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।