কেশবপুরে গ্রীল ভেঙ্গে মোটর সাইকেল, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার চুরি

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামে এক দু”সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গ্রীল ভেঙ্গে মোটর সাইকেল, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তল পরিদর্শণ করেছে। এ ঘটনায় প্রভাষক তাপস মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদেও নামে কেশবপুর থানায় এজাহার দায়ের করেছেন।
উপজেলার পাাঁজিয়ামাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক দীপক মজুমদারের ছেলে প্রভাষক তাপস মজুমদার সাংবাদিকদের জানান,
তিনি ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় তার বৃদ্ধ পিতা মাতা বাড়িতে থাকায় চোরেরা বুধবার রাতে বারান্দার টালি খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে বারান্দার গ্রীল ভেঙ্গে ১০০সিসি হিরো হোন্ডা এসপেলন্ডার মোটর সাইকেল, একটি ল্যাপটপ, নগদ ২২ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যা ক্ষতির পরিমাণ ৬ লাক টাকা বলে জানা গেছে। ঘটনাটি রাত ১ টার পর ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। খবর পেয়ে বৃহষ্পতিবার সকালে কেশবপুর থানার এস আই তাপস কুমার রায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।