কেশবপুরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর:
যশোরের কেশবপুরে আম পাড়ার সময় গাছ থেকে পড়ে জসিম উদ্দিন মোড়ল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার মূলগ্রাম গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মূলগ্রাম গ্রামের মৃত নবো মোড়লের ছেলে জসিম উদ্দিন বিকালে বাড়ির গাছের আম পাড়ার সময় অসাবধানতাবসত গাছ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, জসিম উদ্দিন বছর খানেক আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসে। গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।