Type to search

কেশবপুরে গত ৩ দিনে ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

কেশবপুর

কেশবপুরে গত ৩ দিনে ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুরে বৃহস্পতিবার নতুন করে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।  এ নিয়ে গত ৩ দিনে ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে করোনা সৃষ্ট পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর নজরদারি করছে।
জানা গেছে, কেশবপুরে বৃহস্পতিবার নতুন করে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন নিশ্চিত করেছেন। এ ছাড়া গত ৭ জুলাই ১৬ জন, ৬ জুলাই ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেয়া হয়েছে।
এদিকে লকডাউন কঠোর ভাবে কার্যকর করতে বৃহস্পতিবার কেশবপুরের বিভিন্ন হাটবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায়  ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।