কেশবপুরে কৃষি জমির মাটি কাটা, সরকারি গাছ কর্তনের অপরাধে দুজনকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে কৃষি জমি থেকে মাটি কাটা ও সরকারি গাছ কর্তনের অপরাধে দু’জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার পৃথক দুটি আদালত বসিয়ে তাদের ঐ জরিমানা করা হয়। সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে রাশেদুল ইসলামকে ১০’হাজার টাকা এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একই এলাকার রনজিত দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত দু’টি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।জানা গেছে, কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজার সংলগ্ন রাশেদ স’মিলের স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম সরকারি গাছ কেটে নেয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ রাশেদ স’মিলে হাজির হয়ে খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা ভালুকঘর গ্ৰামের জবেদ গাজীর ছেলে রাশেদকে ১০ হাজার টাকা জরিমানা সহ কেটে রাখা কাঠ জব্দ করেন।এছাড়া একই এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্তকে (৭১) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।##