কেশবপুর প্রতিনিধি-কেশবপুরের কলাগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে ঐতিহাসিক ডহুরী দিবস ও কৃষক নেতা গোবিন্দ দত্তের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মরণ সভায় সভাপত্বি করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, যশোর জেলার দপ্তর সম্পাদক ও সদর থানার সম্পাদক এ্যাডঃ আহাদ আলী লস্কর, কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথ, কেশবপুর থানা সভাপতি রুহুল কুদ্দুস, জাতীয় ছাত্রদলের যশোর জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও খুলনা জেলা আহ্বায়ক দিলীপ বিশ্বাস
প্রমূখ। স্মরণসভাটি পরিচালনা করেন জেলা যুগ্ম-সম্পাদক কামরুল হক।একই দিন সকাল ১০ টায় শহীদের সমাধি কেশবপুরের নারায়ণপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন,
নিরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। গোবিন্দ দত্ত এই দিন ভরত ভায়নার বাধ কাটতে যেয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.