কেশবপুরে করোনায় দু’জনের মৃত্যু, নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিজানুর রহমান ও আলেয়া বেগম
নামে দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। এ ছাড়া শনিবার নতুন আরো ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বাগদহা গ্রামের শামসুর রহমানের ছেলে মিজানুর রহমান (৫৮) সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১ দিকে মারা যান। এ ত্রিমোহিনী ইউনিয়নে আলেয়া বেগম করোনায় মৃত্যুবরণ করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনায় আক্রান্ত হাওয়ায় মিজানুর রহমানের বাড়ি লকডাউন দেয়া হয়েছিল। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর শুক্রবার রাতে পেয়েছি। করোনায় মৃত ব্যক্তিদের যাতে স্বাস্থ্য বিধি মেনে কবরস্থ করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে নিদের্শনা প্রদান করা হয়েছে।