কেশবপুরে করোনায় এক বৃদ্ধার মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফজিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার সকালে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার কন্দোর্পপুর গ্রামের মৃত আনার আলী মীরের স্ত্রী ফজিলা বেগম সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান। এ ছাড়া শুক্রবার আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন দেয়া হয়েছে।