প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ৯:৪২ এ.এম
কেশবপুরে করোনায় আরো ১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১২ জন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুরে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে । হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন১৩ জন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, মঙ্গলবার করোনায় আক্রান্ত পৌর সভার ব্রক্ষ্মকাটি গ্রামের এলছান আলী মোড়লের পুত্র আনছার আলী মোড়ল(৫৫) এর নিজ বাড়িতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ জনের। এরমধ্যে করোনা পজিটিভ ১২ জন এবং হাসপাতালে করোনা পজিটিভ রুগী হিসাবে চিকিৎসা নিচ্ছেন ১৩ জন।
এদিকে করোনা পরিস্থিতে বিধি নিষেধ অমান্য করায় দুপুর ১২ টার দিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.