কেশবপুরে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলায় মহাকবি মাইকেল মধুসূদন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে কপোতাক্ষ নদে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। চিংড়া পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে সাগরদাঁড়ি ডাকবাংলো এসে এই নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ হয়। এই প্রতিযোগীতায় মোট ৯ টি নৌকা দল অংশ গ্রহন করে। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন গোপসেনা নৌকা বাইচ দল ও দ্বিতীয় হয়েছে সাগরদাঁড়ি নৌকা বাইচ দল। এ নৌকা বাইচ প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমীর হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। নদের দু-তীরে অসংখ্যক নারী-পুরুষ অবস্থান নিয়ে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।##
জাহিদ আবেদীন বাবু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
০১৭১৮৬২৩৫৩৩
২৩/ ১০/২০
Attachments