
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে।
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীর পাড় থেকে পুলিশ তারেক সরদার (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে । নিহত তারেক সরদার একই গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জোহর আলী নামে এক ব্যক্তি নিজের জমিতে সিম তুলতে গিয়ে আইলের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায় । লোকজন সেখানে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে বিষয়টি থানায় জানায়। এরপর খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ পরিদর্শক খাঁন শরিফুল ইসলাম, এসআই মোকলেচুর রহমান ও ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে নিহতের স্ত্রী, স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিকভাবে মরদেহের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম, বাম কান দিয়ে রক্ত, নাক দিয়ে সাদা ফেনা এবং গলায় শ্বাসরোধের কালচে দাগ পেয়েছে।
নিহতের স্ত্রী রিমা জানান, তারেক পেশায় টিউবওয়েল স্থাপন শ্রমিক, মাঝে মধ্যে ভ্যানও চালাতেন। বুধবার বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীকে জানান, এক ব্যক্তির কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং নিজের ব্যবহৃত মোবাইলটিও রেখে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে, নিহতের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশের ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ##