প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ৬:০৪ পি.এম
কেশবপুরে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু! রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুর উপজেলায় একই দিনে আবু হোসেন ও আব্দুল মজিদ নামে দুই জন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন (৭২) রবিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। এ দিকে একই দিন রাত ১০ টার দিকে কেশবপুর পৌরসভার আলতাপোল গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারের(৭১) মৃত্যু হয়। সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নের্তৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং পুলিশের চৌকস অফিসাররা তাদের গার্ড অফ অনার প্রদান করেন। এরপর পারিবারিক কবরস্থানে মৃত বীর মুক্তিযোদ্ধাদের দাফন সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.