প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৫:১৫ পি.এম
কেশবপুরে উত্তম মৎস্য চাষ অনুশীলন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত।

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর( যশোর) থেকে।
যশোরের কেশবপুরে চিংড়ি চাষের ক্ষেত্রে উত্তম মৎস্য চাষ অনুশীলনের প্রতিটি ধাপ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এক দিনের জন্য ঐ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম। সিনিয়র কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মেরিন ফিশারীজ অফিসার অর্পিতা বিশ্বাস, চিংড়ী চাষী জাহাঙ্গীর মোড়ল,পুষ্পান্ন বিশ্বাস প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.