
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যশোরের কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম প্রকাশ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
গত ইউপি নির্বাচনে ১১ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯ জনকে পরিবর্তন করে নতুন ৯ জনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে । এই ৯ জনের মধ্যে ৫ জন বর্তমান চেয়ারম্যান। ফলে মনোনয়ন বঞ্চিতদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে।
১নং ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ ওহিদুজ্জামান মিন্টুকে।গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এম আনিছুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন।
২নং সাগরদাঁড়ি ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তোর পরিবর্তে এবারের নির্বাচনে নৌকা পেয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমানত আলীর ছেলে অলিয়ার রহমান।
৩নং মজিদপুর ইউনিয়নে গতবার নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার ভাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার এর পরিবর্তে এবার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোজ তরফদারকে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে।
৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে গতবারের নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম হোসেনের পরিবর্তে এবার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে মাষ্টার সামছুর রহমানকে।
৫নং মঙ্গলকোট ইউনিয়নে গতবার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত আব্দুল কাদের বিশ্বাসকে এবারো দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
৬নং কেশবপুর সদর ইউনিয়নে গতবার নৌকার মনোনয়ন পেয়ে পরাজিত শাহাদাৎ হোসেন এর পরিবর্তে এবারের নির্বাচনে মনোনয়ন পেয়েছেন গৌতম রায়।
৭নং পাঁজিয়া ইউনিয়নের গতবার নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত শফিকুল ইসলাম মুকুল এর পরিবর্তে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন জসীম উদ্দীন।
৮নং সুফলাকাটি ইউনিয়নে গতবার নৌকা মার্কা নিয়ে নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ এর পরিবর্তে এবার ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনিকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।
৯নং গৌরিঘোনা ইউনিয়নে গতবার নৌকা মার্কা নিয়ে বিজয়ী চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবারো দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
১০নং সাতবাড়িয়া ইউনিয়নে গতবার নৌকা মার্কা নিয়ে বিজয়ী চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার এর পরিবর্তে এবার সামছুন্নাহারকে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়েছে।
১১নং হাসানপুর ইউনিয়নে গতবারের নির্বাচনে শহীদুজ্জামান শাহীনকে মনোনয়ন দেয়া হলেও তিনি পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচেন ওই ইউনিয়নে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেতা তৌহিদুজ্জামান।৷ এদিকে মনোনয়ন বঞ্চিতদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, নির্বাচন কমিশন ঘোষনা অনুযায়ী আগামী ০৫ জানুয়ারি পঞ্চম দফায় কেশবপুরের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট ৫ জানুয়ারি।