প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ১১:৩৯ এ.এম
কেশবপুরে আহত বিএনপির নেতাকর্মীর বাড়িতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে আকস্মিক সফরে আসেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিমিয়কালে তিনি সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সারাদেশে বিএনপির সমাবেশ গণজাগরণ দেখে আওয়ামীলীগ একদিকে পুলিশ অপর দিকে দলীয় সন্ত্রাসী নামিয়ে গুলি চালিয়ে গণজাগরণ রুখতে চায়। তারই ধারাবাহিকতায় খুলনার বিএনপির সমাবেশে যাওয়ার পথে কেশবপুরের ১০ নিরীহ নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে।
মতবিনিময় শেষে তিনি হামলায় আহত নেতাকর্মীদের দেখতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।
এ সময়, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, আবদুল হালিম অটলসহ অঙ্গ সংগঠণের প্রমুখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.