Type to search

কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন 

কেশবপুর

কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামে তৈরি করা ও ইমাননগর গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর বৃহস্পতিবার সকালে
পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান পড়ভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।