প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ৯:৫৫ পি.এম
কেশবপুরে আগুনে দিনমজুরের ঘরবাড়ি ভষ্মিভূত, গরু, ছাগলে মৃত্যু
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রাম গ্রামের এক দিনমজুরের বসতঘর, গোয়ালঘর ও রান্না ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে একটি গরু, একটি ছাগল।
এলাকা বাসি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মূলগ্রাম গ্রামের দিনমজুর ছকিনা খাতুনে বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোয়াল ঘরের দেয়া সাজাল থেকে আগুন লেগে ভষ্মিভূত হয়ে গেছে। এ ঘটনায় গোয়াল ঘরে থাকা একটা গাভী, একটি ছাগল পুড়ে মারা গেছে। ছকিনা খাতুনের স্বামী সিদ্দিকুর রহমান বলেন, আগুন লাগার ঘটনায় তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। তিনি বলেন, আগুনে পরিবারটির অনেক ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.