কেশবপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৩ কাউন্টার ব্যবসায়ীকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও নির্ধারিত মূল্যের সাইনবোর্ড না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, মামুন পরিবহন কাউন্টার ২ হাজার, সৌদিয়া পরিবহন কাউন্টার ২ হাজার ও এইচ আর পরিবহন কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।